বিকেএমইএ’র ইজিএম এজিএম-২০২৫

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয় বিকেএমইএ’র এক্সট্রা অর্ডনারি জেনারেল মিটিং (ইজিএম) এবং ২৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সরকারের সদ্য প্রবর্তিত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর আলোকে বিকেএমইএ পরিচালনার জন্য আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সম্মানিত সদস্যদের সামনে তুলে ধরেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এ বিষয়ে ইজিএম -এ উপস্থিত সম্মানিত সদস্যদের অনুমোদন চাওয়া হলে তা সর্বস্মতিক্রমে সভায় পাশ হয়।

নীটওয়্যার খাতের অগ্রগতিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করেন সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এরপর বিকেএমইএ’র গত এক বছরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ। সরকারের বিভিন্ন দপ্তর ও দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে পরিচালিত প্রকল্প, অগ্রগতি এবং বর্তমান অবস্থা সদস্যদেরকে অবগত করেন তিনি।

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী সম্মানিত সদস্যদের সামনে তুলে ধরেন সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল। সভায় অডিট ফার্ম নিয়োগ ও আগামী এক বছরের বাজেট প্রস্তাব করেন তিনি। সদস্যরা আলোচনার ভিত্তিতে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

এজিএম শেষে শুরু হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এই অংশে উপস্থিত সদস্যরা ব্যবসা পরিচালনায় নানাবিধ প্রতিকূলতা, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি ও বিকেএমইএ’র পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এ সময় সভাপতি, নির্বাহী সভাপতি, সহ-সভাপতি (অর্থ) সম্মিলিতভাবে সদস্যদের প্রশ্নের উত্তর দেন।

মঞ্চে উপস্থিত বিকেএমইএ’র প্রাক্তন সভাপতি ফজলুল হক ব্যবসা পরিচালনায় বর্তমান জটিলতার বিষয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য সহজীকরণে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে তারা ব্যবসায়ীদের জন্য বাণিজ্য সহজীকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সরকারের সদিচ্ছার কথা জানান। এ সময় বিকেএমইএ সভাপতি অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকেএমইএ’র পরিচালক মিনহাজুল হক।