বিকেএমইএ’র ইজিএম – নিজস্ব ভবন তৈরিতে আরো ১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

নারায়ণগঞ্জের চাষাড়ায় নির্মাণাধীন ভবনে বিকেএমইএ’র বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি ইজিএম এ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ। সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব, আশিকুর রহমান।
সভায় বিকেএমইএ ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করতে আরো আনুমানিক ১২ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়। এ সময় সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি সদস্যদের কাছে মোট ১৫ কোটি টাকার অনুমোদন চাইলে উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
সভায় বিকেএমইএ সভাপতি বলেন, নির্মাণাধীন বিকেএমইএ ভবনটি শুধু নীট উদ্যোক্তাদের সম্পদ নয় বরং এটি দেশের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবন নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ দিন ধরে অনেক মানুষের শ্রম-মেধা-অর্থে এই ভবন আজকের অবস্থায় এসেছে। তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। দেশের নীটওয়্যার খাতকে এগিয়ে নিতে বিকেএমইএ ভবন অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উপস্থিত সদস্যগণ সভার উন্মুক্ত অলোচনা পর্বে নীট খাতের বর্তমান সমস্যাগুলো সমাধানে বিকেএমইএ সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, হারুন অর রশিদসহ নীটওয়্যার খাতের উদ্যোক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *