সবুজ পরিবেশ নিশ্চিতে একসাথে কাজ করার কার্যক্রম চিহ্নিত করণের উপর কর্মশালা

স্বাস্থ্যসম্মত সবুজ পরিবেশ নিশ্চিত করতে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে নীট কারখানাগুলোতে বিশুদ্ধ পানি ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্র্যাকের ওয়াশ কর্মসূচির আওতায় সেফ ওয়াটার ফর অল: এ নিউ পার্টনারশিপ ফর গ্রোথ প্রকল্পের মাধ্যমে এই কর্মশালা আয়োজিত হয়। স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে সরকার, বিকেএমইএ, ব্র্যাক, ব্র্যান্ড, গ্রুন্ডফোস, পান্তারেই এবং অন্যান্য অংশীদাররা কিভাবে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে তা আলোচনার মাধ্যমে উঠে আসে।
এতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মাদ সোলাইমান হায়দার, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা জামাল পাশা, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রধান জিল্লুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার খাদিজা আহমেদ, গ্রুন্ডফোসের প্রতিনিধি ও পান্তারেই ওয়াটার সল্যুশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের পরিচালক ম্যানুয়েল রোমেরোসহ বিকেএমইএ ও ব্র্যাকের উর্ধতন কর্মকর্তারা।
টেকসই উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্টের (ইটিপি) গুরুত্ব, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সবুজ কারখানা তৈরিতে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয়। এছাড়াও সবুজ পরিবেশ নিশ্চিতে বিকেএমইএ, ব্র্যাক, বিভিন্ন ব্র্যান্ড ও অন্যান্য অংশীদারদের ভূমিকা সম্পর্কেও অনুষ্ঠানে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সকল অংশীদাররা যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতির পাশাপাশি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *