বিকেএমইএ কে সম্মাননা জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বস্ত্রখাতের উন্নয়নে অবদান রাখায় বিকেএমইএ কে সম্মাননা জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বস্ত্র দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। ১৪ ফেব্রূয়ারী ২০২৩ তারিখে উদযাপিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে ছয়টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। গোপালগঞ্জ, ভোলা, সিরাজগঞ্জ, বরিশাল, নওগাঁ ও জামালপুরে প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *