বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা। ১৯ জুলাই ২০২২ তারিখে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে বাংলাদেশের নীটওয়্যার শিল্পের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশে ইতালীয় বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে স্বাগত জানান বিকেএমইএ সভাপতি। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও পরিচালক ফজলে শামীম এহসান।
বিকেএমইএ সভাপতি বলেন, বিশ্বে কোভিড-১৯ মহামারী আবারো বাড়তে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এই পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে এবং ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ইতালির সহযোগিতা বাংলাদেশের নীটওয়্যার খাতের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ইতালিতে কিভাবে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ করা যায় সে বিষয়েও কথা বলেন বিকেএমইএ সভাপতি। একই সাথে ইতালির বিনিয়োগকারী ও নীটওয়্যার আমদানিকারকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।