নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নারায়ণগঞ্জে বিকেএমইএ’র নিজস্ব ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলি, বিকেএমইএ পরিচালনা পর্ষদের সদস্যসহ বিভিন্ন অঙ্গণের নেতৃবৃন্দ। বিকেএমইএ ভবন ও প্রধান কার্যালয়ের বর্তমান ঠিকানা ৫৩-৫৪, নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ-১৪০০।

উদ্বোধনের পর ভবনের পঞ্চম তলায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের ১১ টি জাতীয় ও ৩৬ টি আঞ্চলিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সিংহভাগ রপ্তানি আয় আসে নিটওয়্যার থেকে। আজ ঐতিহ্যবাহী এই শহরেই বিকেএমইএ ভবনের উদ্বোধন হলো। বিকেএমইএ কে কাঠামোবদ্ধ রূপ দেওয়ার ক্ষেত্রে সভাপতি সেলিম ওসমানের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নিটওয়্যার খাতে বিকেএমইএ ভবনকে দেশের পোশাক রপ্তানির গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে এর সমৃদ্ধি কামনা করেন।

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, এমপি বিকেএমইএ’র দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দিক নির্দেশনা এবং সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের অকুন্ঠ সহযোগিতায় বিকেএমইএ এ পর্যন্ত এসেছে। বাংলাদেশের নিট খাতে জড়িত প্রতিটি মানুষ এজন্য কৃতজ্ঞ। তাই বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *