‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২’-এ বিকেএমইএ’র সহ-সভাপতি আখতার হোসেন অপূর্বকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে প্রবসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার ও সনদ বিতরণ করেন। ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, এমপি। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সরকারী-বেসরকারী ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । এ নিয়ে তিনি টানা তিন বার সিআইপি (এনআরবি) নির্বাচিত হলেন।
আখতার হোসেন অপূর্ব বিকেএমইএ’র ২০২১-২৩ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি। তিনি মূলত উইজডম অ্যাটেয়ার্স লি. এর পরিচালক এবং বুনবক্স অ্যাপারেলস এর প্রোপাইটর। তবে মালয়েশিয়ায় বাংলাদেশের নীট পোশাকের বাজার বিস্তৃতিতে তাঁর প্রতিষ্ঠান ফোর স্কয়ার রিসোর্সেস এসডিএন বিএইচডি কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশের নীটপণ্যের নতুন বাজার তৈরির জন্য কাজ করছেন। মালয়েশিয়ার পাশাপাশি আখতার হোসেন অপূর্ব সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিলিপাইন এবং ইউরোপের বাজারেও বাংলাদেশর নীট পণ্যের নতুন বাজার তৈরির জন্য কাজ করছেন। ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক সংগঠন পেন্সিল ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিকেএমইএ’র সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আখতার হোসেন অপূর্ব বিকেএমইএ’র স্ট্যান্ডিং কমিটি অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
