জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি (শিল্প) সম্মাননা পেয়েছেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। ২০২১ সালে বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মতো কাজের জন্য শিল্প মন্ত্রণালয় তাকে এ সম্মানে ভূষিত করে। ২২ মে ২০২৩ তারিখে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সম্মাননা পদক ও সিআইপি (শিল্প) কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার একেএম সেলিম ওসমান, এমপির হাতে পদক ও সিআইপি কার্ড তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। এবারে মোট ৪৪ জনকে সিআইপির (শিল্প) মর্যাদা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এ নিয়ে সেলিম ওসমান, এমপি মোট এগারো বার সিআইপি সম্মানে ভূষিত হলেন। এর আগে ২০০০ সালে সিআইপি (শিল্প), ২০১১ সালে সিআইপি (শিল্প), ২০১২ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (শিল্প), ২০১৩ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৪ সালে সিআইপি (শিল্প), ২০১৪ সালে সিআইপি (বাণিজ্য), ২০১৫ সালে সিআইপি (শিল্প), ২০১৬ সালে সিআইপি (শিল্প), ২০১৭ সালে সিআইপি (শিল্প) সম্মানে ভূষিত হয়েছেন।