আইএফআইসি ব্যাংকের সাথে বিকেএমইএ’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিকেএমইএ। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারোয়ার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ (এনসিসিআই) এর সভাকক্ষে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, এনসিসিআই এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, পরিচালক মঞ্জুরুল হক, মোস্তফা জামাল পাশা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, নন্দ দুলাল সাহা, আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, তারেক আফজাল, কবির হোসেন, ইমরান কাদের তুর্য ও বিকেএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি এ এইচ আসলম সানি ও সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু। এছাড়াও আইএফ আইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার হেলাল আহমেদসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আইএফআইসি ব্যাংকের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের ভিত্তিতে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী এখন থেকে বিকেএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের বেতনের হিসাবসহ সকল প্রকার আর্থিক লেনদেন আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি বিকেএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের এফডিআর উক্ত ব্যাংকে স্থানান্তর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি বলেন, দেশের ব্যাংকিং খাতের স্বনামধন্য নাম আইএফআইসি ব্যাংক। আজকের এই সমঝোতা চুক্তি দীর্ঘ দিনের আস্থা ও বিশ্বাসকে আরো দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে বিকেএমইএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যেনো ঝামেলাহীন প্রক্রিয়ায় সহজ শর্তে ঋণ পেতে পারেন সে বিষয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দেশের নীটওয়্যার খাতের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বিকেএমইএ’র আর্থিক লেনদেন সহজ করে আগামীর চলার পথ অরো মসৃণ করার জন্য ব্যাংকটি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া নারায়ণগঞ্জের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ যেনো সহজে এবং দ্রুততম সময়ে লেনদেন করতে পারে সে ব্যাপারে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারোয়ার বিকেএমইএ সভাপতির বক্তব্যে সহমত প্রকাশ করে দ্রুত ও সহজ শর্তে সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *